চার প্রজন্ম এবং নারীজন্ম৷ পরস্পরের হাত ধরে থাকে তারা৷ সে হাত কখনও অদৃশ্য আবার কখনও দৃষ্টিগোচর৷ সম্পর্কের নকশিকাঁথা ছোট্ট ছোট্ট ফুল–লতা–পাতায় সাজিয়ে তোলার গল্পকথা৷ সুখ আর দুঃখ মিলেমিশে বসত করে আলোয় আর ছায়ায়৷ আবার হয়তো পুরোপুরি গল্প নয় কিছু কিছু সত্যি কথাও৷ সম্পর্কের শরীরে কখনো–বা ধুলোবালি লেগেছে আবার সময়ে সময়ে তা সেজে উঠেছে মহার্ঘ রূপটানে৷ এই সবকিছু নিয়েই আমাদের জীবন ও যাপন৷
Others