Paperback, Sudeshna Moitra, Essay, Literature
"রবীন্দ্র-জীবন ও সাহিত্যে নদীর, তার চলমান গতিধারার একটা বড় ভূমিকা রয়েছে । কবির জীবনের সঙ্গে আশৈশব ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে বিভিন্ন নদী সম্পর্ক ।
একদিকে যেমন নদী অন্য দিকে পথও রবীন্দ্রজীবনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে দেখা, এগুলিও নদীর পাশাপাশি চলমানতাকে পরিস্ফুট করে ।কদিকে যেমন নদী অন্য দিকে পথও রবীন্দ্রজীবনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে দেখা, এগুলিও নদীর পাশাপাশি চলমানতাকে পরিস্ফুট করে । সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় আকাশবিহারী পাখির কথাও । একদিকে খাঁচার পাখি জীবনের স্থবিরতাকে রূপকায়িত করে অন্য দিকে বনের পাখি তার ডানা মেলে সৌন্দর্য নিয়ে দূরভিসারের ইঙ্গিত বহন করে । এই পথ, পথিক কিংবা উড্ডীন পাখির ছবিটিও গতিময় প্রাণশক্তির ব্যঞ্জনাকে বারবার তুলে ধরেছে রবীন্দ্রসাহিত্যের নানা সৃষ্টিতে ।
এই সংকলনে রবীন্দ্রনাথের নদী, পথ, পাখির চিত্রকল্পগুলির ভাবনা থেকে পাঠক হয়তো রবীন্দ্রনাথের জীবনভাবনার একটা বিশেষ দিকের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন"
Others
Category : Essay, Literature
Author : Sudeshna Moitra
Publisher : The Cafe Table
Binding Type : Paper Back