‘…সেই একটি পলক বিঁধে আছে অস্ত্র বের করে
নিতে ভয় হয় গাঁথা–স্ত্র, ব্যথার অংশের মতো
ব্যবহার করি তাকে চেপে রেখে দিই সশরীরে
রক্তক্ষরণ যেন না হয় আর, ব্যথা পাই যত৷’
অগ্রন্থিত কবিতার সংকলন নয়, এই বইয়ের নামই ‘অগ্রন্থিত কবিতা’৷ ছোটো ছোটো পলক৷ আমাদের সব মুহূর্তগুলিই তো কোথাও না কোথাও লিপিবদ্ধ হয়ে থাকে৷ এখনও পর্যন্ত অগ্রন্থিত, সেই রকমই কিছু মুহূর্ত–কথা, কাঁচা পেয়ারার গন্ধ, অব্যয় সূর্যাস্ত, পাঠকের হাতে তুলে দিলাম৷
Others