‘যেনাহং অমৃতাস্যং তেনাহং কেন কুর্যাম?’ যা দিয়ে আমি অমৃত হব না, তা নিয়ে আমি কী করব? মৈত্রেয়ীর এই উচ্চারণের প্রতিধ্বনি শোনা গেছে শুধু ভারতীয় নারীর ধর্মজিজ্ঞাসায় নয়, তার লেখা কবিতাতেও। ভারতের যে প্রান্তে বসেই লেখা হোক না কেন, কবিতার সাত সুরের মধ্যে একটি অবশ্যই অমৃত যাচনা, প্রেয়র তুলনায় শ্রেয়র নির্বাচন।আধুনিক ব্যক্তিমানুষের পরিত্রাণহীন শূন্যতা, ডিজিটাল ডিভাইড, দেশভাগ, গার্হস্থ্য হিংসা থেকে মাওবাদী তরুণীর ক্ষুৎকাতর মুখ এমনকি দেবী দুর্গার রজস্রাব- ধরে রেখেছে ভারতীয় নারীর কবিতা।গঙ্গা, যমুনা, কৃষ্ণা, কাবেরী থেকে মণিপুরের কাংলেইপাকের ঝর্না, ঝিলম, শতদ্রু, লীডার থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত বিস্তৃত ভারতভূমির উনিশটি ভাষার নারীর কবিতার স্বাদ একসঙ্গে বাংলা অনুবাদে এই প্রথম।
Others