অস্থায়ী খুচরো সব কাজকর্মের ওপর ভর করে বেঁচে আছে একজন মানুষ, কোথাও তার শিকড নেই, কোথাও নিশ্চিত করে যাওয়ার নেই, তবু জীবনের স্রোতে ভেসে ভেসে আলোর কণার মতো সে নির্ভয়ে স্থান থেকে স্থানান্তরে যায়৷ কখনও হয়তো কাল থেকে কালান্তরেও৷ দুঃখের মৃত্যুনীল শরীর সে কখনও ঢ়েকে দেয় না সুখের মল্লিকায়৷ আনন্দের স্পন্দনকেও সে অসাড করে দেয় না জীবনের বঞ্চনা, দুঃখ, অবমাননার কথা ভেবে ভেবে৷ কাউকে হয়তো সে ভালোবেসেও ফেলে, অথচ তাকে নিয়ে পাকা ভিতের ওপর ঘর বাঁধে না৷ জীবনের উৎস, গন্তব্য কোনো কিছুই সে বুঝতে পারেনি, বুঝতে চায়ও না৷ তবু এই বেঁচে থাকার নেশা তার কাটে না কখনও৷ নানা অভিজ্ঞতার মালতী ফুলে যেন বিনিসুতোর মালায় গাঁথা হয় এভাবেই ‘হাওয়ার মতন, নেশার মতন…’
Others