Rina Das Sarkar, Kolkata Boimela 2024
উনিশ শতকের গোড়াতেও যে মেয়েরা অবহেলিত ও অনাদৃত ছিল, শিক্ষার অঙ্গন থেকেও তারা ছিল অনেক দূরে। আজকে তারা অনন্যা।
একুশ শতকের এই মেয়েরা আজ বন্ধনমুক্ত। ঘরের বাঁধন ছিন্ন করে তারা বাইরে বেরিয়ে এসেছে। স্বনির্ভরতার ডানায় ভর করে তারা আকাশে উড়তে চায়। তারা চায় মানুষের মর্যাদা।
সংসার একার নয়। দাম্পত্যে থাক পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা। যে মেয়ে মাল্টিন্যাশনাল কোম্পানির সি.ই.ও র দায়িত্ব সামলায়, তাকে বাধ্য করা হয় সংসারের যাঁতাকলে পেষাই হতে। এরই বিরুদ্ধে সরব হয়েছে এই গ্রন্থটি 'অবলা থেকে সবলা'। একুশের মেয়েদের আছে মেধা, ধৈর্য ও সহনশীলতা। যখন তার সঙ্গে যুক্ত হয় আত্মসম্মান ও আত্মবিশ্বাস সে হয়ে ওঠে অপ্রতিরোধ্য।
Others