বাংলায় বনেদিয়ানার বাতাবরণ থেকে দেশপ্রেম, সমাজভাবনা, সংবেদনশীলতাকে মূলধন করে দেশভাগ-পরবর্তী ছিন্নমূল জাতি ও জনপদের সংঘবদ্ধ উত্থানের কাহিনি ‘ভোরাই’। ইতিহাস এখানে প্রসঙ্গমাত্র। তাই সব চরিত্রেই ঐতিহাসিক সিলমোহর খুঁজতে যাওয়ার চেষ্টা বৃথা। বরং সব চরিত্রের পেছনে চালচিত্রের মতো দাঁড়ানো সময় নিজেই হয়ে উঠেছে এই উপন্যাসের এক চরিত্র। আর তারই আয়নায় ফুটে উঠেছে এ উপন্যাসের নানান ঘটনা, চরিত্র এবং প্রতিটি অনুপুঙ্খ।
Dipanwita Roy