সুকুমার রায়ের ‘আবোল তাবোল’ নিঃসন্দেহে বাংলা সাহিত্যে একটি মাইলফলক৷ এবছর ‘আবোল তাবোল’ প্রকাশের শতবর্ষও বটে৷ কিন্ত এই বইটির রচনাগুলি সত্যিই কি আবোল তাবোল, অর্থহীন, ছেলেভুলোনো ছডা? সুকুমার নিজে যতই বলুন না কেন, ‘আয় যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর’ জয়দীপ চক্রবর্তী তাঁর এই প্রবন্ধ–গ্রন্থে ‘আবোল তাবোল’–এর অন্দরমহলে ঢুকে খুঁজে বের করেছেন কবিতাগুলির চমকে ওঠার মতো নতুন অর্থ৷ যুক্তিপূর্ণ বিশ্লেষণে এই গ্রন্থ প্রমাণ করেছে, ‘আবোল তাবোল’ ননসেন্স তো নয়ই, আসলে এ বইটির প্রতিটি কবিতা ছদ্মবেশে থাকা এক–একটি অ্যাটোম বোম৷
সুকুমারপ্রেমী পাঠকদের কাছে জয়দীপ চক্রবর্তীর এই গ্রন্থ নতুন পথের দিশা দেবে, সন্দেহ নেই৷
Joydeep Chakraborty