Hardcover, Pradosh Bhattacharya, Essay, Literature, Literary Figures
প্রসাদ রায়কে আমরা না চিনলেও হেমেন্দ্রকুমার রায়কে আমরা এক ডাকেই চিনি। একসময় বাঙালির ঘরের ছেলে জয়ন্ত-মাণিক-বিমল- কুমার আমাদের মন জয় করে নিয়েছিল, আমাদের শিখিয়েছিল বাঙালিও অ্যাডভেঞ্চার করতে পারে, শুধু দেশ-বিদেশে নয় গ্রহান্তরেও। এছাড়াও শিশুকিশোরদের জন্যে রচনা করেছেন অসংখ্য মণিমুক্তো। কিন্তু বাংলা সাহিত্যের বুদ্ধিজীবী মহলে হেমেন্দ্রকুমারের প্রতি এক অষূয়াজনিত অবজ্ঞা লক্ষ করা যায়। বাংলায় কিশোরপাঠ্য অ্যাডভেঞ্চার, পাল্প গোয়েন্দা বা কল্পবিজ্ঞান সাহিত্যকে জনপ্রিয় করে তুলতে হেমেন্দ্রকুমারের ভূমিকা অনস্বীকার্য। অন্যদিকে প্রাপ্তবয়স্কদের জন্য লেখাতে হেমেন্দ্রকুমার যে কতটা সমৃদ্ধ, জটিল, এবং নিজের সময়ের থেকে অনেক এগিয়ে থাকা মানসিকতার ছিলেন তাঁর খবর কজন বাঙালি রাখেন?
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গবেষক ও অধ্যাপক প্রদোষ ভট্টাচার্য্য এই বইয়ের মাধ্যমে বাঙালিকে নতুন করে পরিচয় করিয়ে দেবেন হেমেন্দ্রকুমারের সঙ্গে। আশা করা যায় বাংলা সাহিত্য জগতে এযাবৎ হেমেন্দ্রকুমারের প্রতি উদাসীনতার প্রায়শ্চিত্ত হবে এই বইটি।
Pradosh Bhattacharya
Edition: 1st
Author: Pradosh Bhattacharya
Editor: NA
ISBN: 978-81-953317-6-5
Number of Pages: 191
Publication Year: 01/03/2022
Translator: NA