কোভিডকাল। এক আশ্চর্য সময়। সংক্রামক অতিমারির আয়নায় ধরা পড়ল অসাম্য, নিস্পৃহতার কুৎসিত রূপ। চিকিৎসক এবং সমাজমনস্ক মানুষ – দুই দৃষ্টিকোণ থেকেই লেখক সাক্ষী রইলেন এই অদ্ভুত দিনগুলোর। কখনও হতাশা, প্রান্তিক মানুষের অসহায় দুর্দশা দেখে রাগ, স্বাস্থ্যকর্মীর ক্লান্তি, বিরক্তি, অপ্রাপ্তির বেদনা, কখনও ইতিহাস কিম্বা শিল্পের প্রেক্ষিতে সময়টাকে বুঝতে চাওয়া। দিনগুলো নিয়ে আহত এক দর্শক হিসেবে অনেক লেখা লিখেছেন তিনি – তার অল্পবিস্তর মিশে রইলেও, সঙ্কলনের লেখাগুলো নতুন – অতিমারির মাঝপথে কোভিডকালকে ফিরে দেখা।
Others