সব সম্পর্ক ভালোবাসা তৈরি করতে পারে না৷ আবার কোনো কোনো সম্পর্কে ভালোবাসা একসময় থাকলেও কোনো কারণে সে ভালোবাসা হারিয়ে ফেলে নিজস্ব পথ৷ পথভোলা পথিক হয়ে ভালোবাসার তখন বিপ্রতীপ পথে আনাগোনা৷ কেউ রেখে ঢ়েকে রাখে, বহিরঙ্গ সম্পর্কের মধ্যে বেনোজল ঢ়োকার শব্দ কাউকে শুনতে দেয় না৷ মন ভাঙার শব্দ তো অন্য কেউ শুনতে পায় না৷ এই উপন্যাসে বেশ কয়টি চরিত্রের মননের ওঠা–পডার আলো–ছায়া দেখা যাবে৷
Others