মানবসভ্যতার বিকাশে গ্রামের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ৷ গ্রাম আমাদের ফসল জোগায়, দেয় আরও অনেক কিছু৷ নির্মল প্রকৃতির স্বাদ পাওয়া যায় গ্রামে গেলেই৷ অথচ এই গ্রামের মানুষদেরই অনেক সময়ই উপক্ষো করা হয়৷
লেখক জন্ম থেকেই কলকাতার মানুষ হলেও, তার মামাবাড়ি গ্রামে৷ শহরের কলরব থেকে গ্রামের সুন্দর পরিবেশে এসে সে দারুণ খুশি হত৷ সেই অনুভূতি নিয়েই এই উপন্যাস মায়াবী গ্রাম৷ নানা জায়গার অনেক গ্রামের কথা আছে এই বইতে৷ গ্রামের মানুষদের প্রতি রইল অনেক ভালোবাসা৷
Others