প্রাচীন সময়ের স্রোতে ভেসে যাওয়া–আহত কল্যাণ, বিরহী লন্ঠন, মায়ের হাতে বোনা ফুলকারি কাজ, পোডা পাতার সর্বনাশ, মহাপৃথিবী ও তার প্রলয়, নেই সে নেই… এইসব তামাম ভালোবাসার দৃশ্য দেখতে দেখতে নতুন সময়ের কাঁধে হাত রেখে শুশ্রূষা, আশ্রয়, সেতু বন্ধন৷ পোয়েড্রি অ্যান্ড ড্রুথ৷ কবি ও সত্যান্বেষণ সমার্থক৷ জীবনের খোঁজ৷ Songs of Eternity৷
২০০৭ থেকে ২০২২ বডো কম সময় নয়৷ বদলে যাওয়া জীবনের চডাই উতরাই পেরিয়ে হয়তো এটাই সঠিক সময় গুছিয়ে নেওয়ার৷ অদ্ভুত ইচ্ছেকে প্রশ্রয় দিতে গিয়ে হয়তো মূল্য দিতে হয় অনেক৷ হোক৷ দিনান্তের শেষে তৃষ্ণা নিয়ে পথ চলাতেই আনন্দ৷ তখন আমার ছুটি, আনন্দযজ্ঞে তোমার নিমন্ত্রণ৷
Others