বিদ্রোহী সিপাহীরা কি স্বাধীনতা সংগ্রামী?
সিপাহীদের বিদ্রোহই যদি হবে, তাহলে গণসমর্থনের প্রশ্ন এল কেন? কেনই বা সম্বলপুর, আরা, ভরতপুরের মতো জায়গা, যেখানে সেনাছাউনি নেই, সেখানেও বিদ্রোহের আগুন জ্বলে উঠল? আর সেই বিদ্রোহে মুখ্য ভূমিকা নিলেন সাধারণ মানুষ? বিশেষত কৃষকেরা? খটকা আছে। এনফিল্ড রাইফেলের কার্তুজ ব্যবহারকেই বিদ্রোহের প্রকাশ্য কারণ বলে প্রায় সবাই মেনে নিয়েছেন। সত্যি? নাকি মুখ দিয়ে কার্তুজের ফিতে কাটাকে ব্যবহার করা হয়েছিল সিপাহীদের উশকে দিতে? বম্বে বা ম্যাড্রাস আর্মিতে তো একই সমস্যা ছিল। সেখানে বিদ্রোহ হল না কেন? কেন হল না শিখ রেজিমেন্ট বা গোর্খা রেজিমেন্টে? তাহলে ১৮৬২ পর্যন্ত সম্বলপুরে কিভাবে চলল বিদ্রোহ? প্রশ্ন অনেক, উত্তরও অজস্র। মহাবিদ্রোহের প্রেক্ষাপটে রচিত বাংলা ভাষার সর্ববৃহৎ উপন্যাস এই ‘১৮৫৭'। প্রায় দু’লক্ষ শব্দের এই ঐতিহাসিক উপন্যাসটির প্রথম খণ্ড পড়তে পড়তে চেনা ইতিহাসের গলিঘুঁজিতে পাঠক যে এক অচেনা দর্পণের সামনে দাঁড়াবেন তা বলাই বাহুল্য।
Sujan Bhattyacharjya
Language: Bengali
Binding: Hardbound
Writer: Sujan Bhattyacharjya
Genre: Novel
Year : 2, 2021
Pages: 736