সঞ্জীব চট্টোপাধ্যায়কে দেওয়া এক সাক্ষাৎকারে সত্যজিৎ বলেছিলেন–‘এমনি যাকে তথাকথিত আত্মজীবনী বলে, সেরকম কোনো কিছু লেখার ইচ্ছে আমার নেই৷’ কার্যত ‘ইচ্ছে’ না–থাকলেও লক্ষ করি কি আমরা, যে সত্যজিৎ তাঁর শিশু–কিশোর পাঠকদের জন্য যা–কিছু লিখে গেছেন, তা–ই তাঁর অন্তরঙ্গ আত্মজীবনী? বিশেষত ফেলুদার আখ্যানমালা? প্রদোষচন্দ্র মিত্র ওরফে ফেলুদাকে সামনে–রেখে এই গবেষণাগ্রন্থ খুঁজে ফেরে তার আড়ালে–থাকা সত্যজিতের সেই ‘অন্তরঙ্গ আত্মজীবনী’৷
Others