রহস্য, রোমাঞ্চ, অপরাধ—কথাগুলোর সঙ্গে ‘গোয়েন্দা’ ও ‘তদন্তের’ যোগ সবার জানা। গোয়েন্দা সাহিত্যের পাঠক-পাঠিকা সবসময়ই আলাদা হয়ে থাকে। পলক না ফেলার পরিবেশ তৈরী হয়ে ওঠে টানটান উত্তেজনার পরতে পরতে। সাসপেন্সে তৈরি হয় একটা অস্থির পরিবেশ। সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি পায় কৌতূহলী মন। গোয়েন্দা কমলেশ সেই রহস্য সাসপেন্স বাড়িয়ে দেবে আরো কয়েকগুণ। সহকারী অম্বর ছাড়াও রয়েছেন বিখ্যাত ছবি আঁকিয়ে বিরূপাক্ষ সান্যাল। আর রয়েছে জটিল সব রহস্যের বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ। কমলেশ রহস্যের জট ছাড়িয়েছে ক্ষুরধার যুক্তির সাহায্যে। কমলেশ, অম্বর আর বিরূপাক্ষবাবুর এই অভিযান পাঠককে দেবে অনাবিল আনন্দ।
Others