Ashok Kumar Mukhopadhyay
অশোককুমার মুখোপাধ্যায়ের জন্ম ১০ এপ্রিল, ১৯৫৫, কলকাতায়।লেখাপড়া কলকাতার স্কুল-কলেজে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম. বি. এ। পেশা জনসংযোগ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অতিথি অধ্যাপক।প্রথম প্রবন্ধ ১৯৮১-তে সাপ্তাহিক ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত হয়। এর পরে প্রধানত দেশ-আনন্দবাজারে অপ্রকাশিত তথ্যনির্ভর প্রবন্ধ লিখেছেন। পুস্তক সমালোচনা করেছেন। সাম্প্রতিককালে ‘গণশক্তি’ পত্রিকায় প্রকাশিত হয়েছে কিছু প্রবন্ধ।রবীন্দ্রনাথ এবং প্রাক্ স্বাধীনতাপর্বের সন্ত্রাসবাদী কার্যকলাপ বিষয়ে তথ্য-সংগ্রহে আগ্রহী।রবীন্দ্রনাথের আঁকা প্রথম ছবিটি খুঁজে বের করে লিখেছিলেন ‘রবির সর্বপ্রথমোদ্যম’। ১৯৮৯ সালে ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পরে সেই ছবিগুলির আলোকচিত্র বিশ্বভারতীর রবীন্দ্রভবনে স্থান পেয়েছে। ভারতে কমিউনিজমের উদ্ভব এবং তার বিকাশ সংক্রান্ত কিছু গােপন ব্রিটিশ নথি নিয়ে সম্পাদনা করেছেন একটি ইংরেজি বই—‘ইন্ডিয়া অ্যান্ড কমিউনিজ্ম্, সিক্রেট ব্রিটিশ ডকুমেন্ট্স্’।লেখা ছাড়া আরও দুটি বিশেষ শখ: কবিতা আবৃত্তি, পুরনো ডায়েরি, চিঠি পড়া।
Ashok Kumar Mukhopadhyay
অশোককুমার মুখোপাধ্যায়ের জন্ম ১০ এপ্রিল, ১৯৫৫, কলকাতায়।লেখাপড়া কলকাতার স্কুল-কলেজে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এম. বি. এ। পেশা জনসংযোগ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অতিথি অধ্যাপক।প্রথম প্রবন্ধ ১৯৮১-তে সাপ্তাহিক ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত হয়। এর পরে প্রধানত দেশ-আনন্দবাজারে অপ্রকাশিত তথ্যনির্ভর প্রবন্ধ লিখেছেন। পুস্তক সমালোচনা করেছেন। সাম্প্রতিককালে ‘গণশক্তি’ পত্রিকায় প্রকাশিত হয়েছে কিছু প্রবন্ধ।রবীন্দ্রনাথ এবং প্রাক্ স্বাধীনতাপর্বের সন্ত্রাসবাদী কার্যকলাপ বিষয়ে তথ্য-সংগ্রহে আগ্রহী।রবীন্দ্রনাথের আঁকা প্রথম ছবিটি খুঁজে বের করে লিখেছিলেন ‘রবির সর্বপ্রথমোদ্যম’। ১৯৮৯ সালে ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পরে সেই ছবিগুলির আলোকচিত্র বিশ্বভারতীর রবীন্দ্রভবনে স্থান পেয়েছে। ভারতে কমিউনিজমের উদ্ভব এবং তার বিকাশ সংক্রান্ত কিছু গােপন ব্রিটিশ নথি নিয়ে সম্পাদনা করেছেন একটি ইংরেজি বই—‘ইন্ডিয়া অ্যান্ড কমিউনিজ্ম্, সিক্রেট ব্রিটিশ ডকুমেন্ট্স্’।লেখা ছাড়া আরও দুটি বিশেষ শখ: কবিতা আবৃত্তি, পুরনো ডায়েরি, চিঠি পড়া।