দেবভূমি গাড়োয়াল হিমালয়ের সঙ্গে বাঙালির আত্মিক সংযোগ সুপ্রাচীনকাল থেকেই। দুর্গম পথে পায়ে হেঁটে হিমালয়ের আত্মাকে গভীরভাবে অনুভব করতে সম্ভবত বাঙালির মতো করে অন্য কোনো জাতি পারেনি। তাই বাংলা ভাষায় হিমালয় নিয়ে লেখা বইয়ের সংখ্যা অনেক। ভ্রমণের ঊর্ধ্বে উঠে সুগভীর জীবনবোধ এবং সাহিত্যগুণসমৃদ্ধ সেইসব বইয়ের আবেদন চিরকালীন ইদানীং সেই ধারায় ছেদ পড়েছে। বাংলা সাহিত্যের সেই সুমহান ঐতিহ্য বর্তমানে বিলুপ্তপ্রায়। ক্রমশ হারিয়ে যেতে বসা সেই সাহিত্যধারায় নবতম সংযোজন ‘দেওদৰ্শন’। এখানে লেখক নিজেকেই খুঁজতে বেরিয়েছেন হিমালয়ের দুর্গম পথে। ভ্রমণ সেখানে উপলক্ষ্য মাত্র ।
Others