আঘাত ও বেদনাকে সহ্য করে তাকে অতিক্রম করে ওঠা মানুষের কাহিনি অক্ষরে সাজিয়েছেন অমৃতা, যিনি নিজের জীবনে জেনেছেন দহন ও রক্তপাত, ভস্ম ও পুনরুত্থানের সেই অপরাজেয় উপাখ্যান৷ বিভিন্ন গল্পেই বারে বারে ভেঙে দিয়েছেন গল্পের প্রচলিত ধরন এমনকি নিজের রচনার ধরন ও প্রকরণকেও পালটেছেন বহুবার৷ কী লেখেন অমৃতা প্রীতম? অক্ষর বোনেন জীবনের কোন গভীরতা ও সততার স্থিতি থেকে? এই গল্প সংকলনে এমনই কিছু গল্প সংকলিত করা হল সেইসব পাঠকের জন্য যাঁরা অমৃতাকে তাঁর নিজের ভাষায় পড়তে পারেন না৷
Others