Hardcover : Mystry
ঢাকা ১৯৭৭। ২ অক্টোবর ঘটে গেল রহস্যময় সামরিক অভ্যুত্থান। ওই রাতে বিমানবাহিনীর সদস্য জয়নাল ঘুমিয়ে ছিল স্ত্রী আয়েশার পাশে। পরদিন সকালে কাজে গেল জয়নাল, কিন্তু ফিরে এল না রোজকার মতো। শুরু হল এক বাঙালি নারীর উজান জলে যাত্রা! স্বামীর অন্বেষণ। দু’দুটো দুগ্ধপোষ্য সন্তান নিয়ে আয়েশা কোথায় যাবে? ২০ বছর কীভাবে কেটেছে তার? আজ এত বছর পর খবরের কাগজে ছাপা হচ্ছে সেই সব দিনের কাহিনী, শত শত বিমান সেনাকে ফাঁসিতে ঝোলানোর বিবরণ। তবে কি কোনও খবর পাওয়া যাবে নিখোঁজ স্বামীর? আয়েশা আবার ফিরে এসেছে ঢাকায়। আয়েশা কি খুঁজে পেল তার হারিয়ে যাওয়া স্বামীকে?...
Anisul Hoque