Paperback, Nandita Mishra, Travelogue
আটপৌরে জীবনে সাধ আর সাধ্যের মেলবন্ধন ঘটিয়ে পথের টানে বার বার বেরিয়ে পড়তে ইচ্ছে করে এই গ্রন্থের লেখিকার। ওই যে কথায় আছে “Once You Heard The Call...” এই নৈসর্গিক সৌন্দর্যের নেশায় ছুটে বেড়িয়েছেন দার্জিলিং, হিমাচল, গোয়া, কেরালা, মহারাষ্ট্র, শিলং, চেরাপুঞ্জি-সহ নানা জায়গায়। কখনও পেয়েছেন কাঞ্চনজঙ্ঘার সদর্প উপস্থিতি, পাহাড়ের গায়ে সূর্যের প্রথম কিরণ, মেঘ-রোদ-বৃষ্টির-নিরন্তর খেলা, পাহাড়ের ভীতিপ্রদ বাঁক; কখনও বা সমুদ্র অথবা ধ্যানমগ্ন তথাগতর সামনে নিশ্চুপ হয়ে বসে থেকেছেন নিজেকে এক অতি ক্ষুদ্র তুচ্ছ দীন মানুষ মনে করে। পাহাড়িয়া সরলমতি মানুষের সহজ-সরল জীবনযাপনের দৃশ্য টুকরো-টুকরো হয়ে প্রবেশ করেছে মনের অন্দরমহলে। এক-এক বার এক-এক জায়গায় গিয়ে মনে হয়েছে— এই তো সেই জায়গা! এখানেই তো আসতে চেয়েছিলেন! চেনা-অচেনা সহজিয়া সফরগুলোর নেশায় বুঁদ হয়ে থাকে মন। আনমনে কখনও বা তারই কিছু অনুভূতি লিখে রেখেছিলেন ভ্রমণ ডায়েরির পাতায় পাতায়। সেই অভিজ্ঞতা দু’মলাটে বন্দি করার প্রয়াস পেয়েছে ‘অচেনার আনন্দে’ গ্রন্থটিতে।
Others
Language: Bengali
Binding: Paperback
Genre: Travel & Tourism, Essays
Publishers: The Cafe Table