বিদেশের মাটিতে গাড়ি দুর্ঘটনায় রহস্যমৃত্যু হয় এক বাঙালি বিজ্ঞানীর। তাঁর গবেষণার বিষয় ছিল অ্যান্টিম্যাটার। সেই থিসিস শত্রু রাষ্ট্র চিনের হাতে গিয়ে পড়েছে, গোপন সূত্রে এমন খবরই পেয়েছেন ভারতীয় গোয়েন্দারা। মাথায় হাত পড়ে তাঁদের, কারণ এই সূত্র ধরেই শত্রুরাষ্ট্র বানিয়ে ফেলতে পারে এক বিধ্বংসী বোমা, যার ফলে বিপাকে পড়বে জাতীয় নিরাপত্তা।
এমতাবস্থায়, ভারতের এক দল বিজ্ঞানী শুরু করেন পরীক্ষানিরীক্ষা, ম্যাটার এবং অ্যান্টিম্যাটারের সংঘর্ষে বোমা তৈরির কৌশলে সফলও হন তাঁরা। ভারতীয়রা পরীক্ষায় সফল হওয়ার ফলে এই শক্তি প্রদর্শনে ভয় পায় শত্রুরাষ্ট্র। পিছিয়ে যায় তারা। এক প্রায় অবশ্যম্ভাবী মহাযুদ্ধের হাত থেকে বেঁচে যায় সারা পৃথিবী।
Category : Science fiction, Novel
Author : Subhasis Chattopadhyay
Publisher : The Cafe Table
Binding Type : Paper Back