বাংলা কবিতার এক ট্র্যাজিক নায়ক বিনয় মজুমদার। তাঁর কবিতা স্বাতন্ত্র্যে উজ্জ্বল। তাঁর জীবন বর্ণময়, বেদনাবিধুর। কবির জীবনাশ্রিত এই উপন্যাস অবশ্য কবির জীবনালেখ্য নয়। তথ্যের সঙ্গে যেমন এই আখ্যানে অন্বিত হয়েছে কল্পনা, তেমনই নিরীক্ষামূলক এই কাহিনি উদ্ভাসিত করেছে বিনয় মজুমদারের কবিতার দর্শন, স্পর্শ করেছে তাঁর গণিত-ভাবনা। মূল কাহিনির কিনার ঘেঁষে বাস্তবকে ছুঁয়ে বয়ে চলা জীবনানন্দের সঙ্গে বিনয় মজুমদারের এক কাল্পনিক কথোপকথনও এই উপন্যাসকে দিয়েছে অন্যমাত্রা। বাংলা জীবনীমূলক উপন্যাসের ধারায় এই কাহিনি নিঃসন্দেহে এক ব্যতিক্রমী সংযোজন
Others