কাক পক্ষীতেও টের পায়না স্রষ্টা আর শয়তানের গুজব। দাঁতে দাত চেপে ঠুনকো লড়াইয়ের চুঁইয়ে পড়া রক্তে জন্মায় ভবিষ্যতের আগাছা। ঈশ্বরেরও কি মৃত্যু নিশ্চিত? নাকি আখ্যানবস্তুর মানচিত্রে কল্পনারা মুখ বুজে এঁকে চলেছে স্বর্গ-মর্ত্যের অল্টারনেটিভ। এ এক আদিম আপোষহীন পরজীবীদের বাসস্থান । হঠাৎই ছড়িয়ে ছিটিয়ে থাকা চরিত্রেরা ঠিকানা হারিয়ে ফেলে। ডারউইনের উপহাসে প্রেতাত্মারা নেমে আসতে থাকে আগুনহ্রদের বলয় পেরিয়ে। কেন শুরু হয়েছিল এই অপার্থিব অভিযোজন? সত্যিই কি…..
Others