Hardcover, Sujit Das, Essay on Bengal's Traditional Textile Craft
বাংলার তাঁতশিল্পের ইতিহাস যুগযুগান্ত ধরে বহমান। মসলিন, জামদানি, বালুচরি, টাঙ্গাইল, ধনেখালি ও বেগমপুরি— এই সবগুলি শাড়িই যুগ যুগ ধরে বাংলার ঐতিহ্য বহন করে চলেছে। বছরের পর বছর ধরে বাংলার তাঁতিরা এই ধারা প্রবহমান রেখেছেন। অসামান্য পেশাগত দক্ষতা, কর্মকুশলতা, বয়নবৈচিত্র্য, প্রতিটি শাড়িকে করেছে অনন্য। প্রতিটি শাড়ির রয়েছে আলাদা ইতিহাস। বাংলার মসলিন দিয়ে এই ইতিহাসের শুরু। ঢাকা শহরের ইতিহাস, মসলিন আর জামদানির ইতিহাস মিলেমিশে গিয়েছে। বালুচরি শাড়ির জন্মের সঙ্গে জুড়ে আছে মুর্শিদাবাদ শহরের নাম। টাঙ্গাইল শহরকে বাদ দিয়ে টাঙ্গাইল শাড়ির ইতিহাস লেখা যাবে না। বেগমপুর, ধনেখালি, ফুলিয়া, শান্তিপুরের কথাও এসেছে। যে সামাজিক ও অর্থনৈতিক পটভূমিকায় বাংলার তাঁতিরা এই শিল্প গড়ে তুলেছিলেন এবং যে ব্যবস্থাপনা ও সাংগঠনিক বিবর্তনের মধ্যে দিয়ে এই উৎপাদন ব্যবস্থা অগ্রসর হয়েছিল— তা নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে এই গ্রন্থে। তাঁতিদের জীবনযাপন, হাসিকান্নার ছবি, সামাজিক অবস্থান, বারব্রত, ধর্মীয় আচার আচরণ, তাঁতিদের নিয়ে লেখা সাহিত্য, প্রবাদ প্রবচন, ছড়া ও গান তুলে ধরা হয়েছে এই বইতে।
Sujit Das
সুজিত দাস ১৯৮০ সালে বঙ্গবাসী কলেজে অধ্যাপনার কাজে যোগ দেন। এরপর কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি লাভ করেন। ২০০০ সালে নিউআলিপুর কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেন। তাঁর কর্মজীবনের অধিকাংশ সময়ে তাঁতিদের জীবনের বিভিন্ন সমস্যা ও তা থেকে উত্তরণের বিষয়ে তথ্য সংগ্রহ ও গবেষণার কাজে ব্যপ্ত থেকেছেন। ২০১৬ সালে অধ্যক্ষ পদ থেকে অবসর নিয়ে বর্তমানে দি এশিয়াটিক সোসাইটিতে গবেষণা ও প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন। ২০০১ সালে পশ্চিমবঙ্গের বারোটি জেলার তাঁতশিল্পের উপর লেখকের করা ক্ষেত্রসমীক্ষার উপর ভিত্তি করে লেখা বই ‘The Warp and Woof: an enquiry into the Handloom industry of West Bengal’ প্রকাশিত ও পণ্ডিতমহলে বিশেষভাবে সমাদৃত হয়।
Sujit Das
Language: Bengali
Binding: Hardcover
ISBN: 9789354258848
Pages: 272
Genre: Society, Culture & Folk Culture, Essays
Publishers: Ananda Publishers
সুজিত দাস ১৯৮০ সালে বঙ্গবাসী কলেজে অধ্যাপনার কাজে যোগ দেন। এরপর কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি লাভ করেন। ২০০০ সালে নিউআলিপুর কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেন। তাঁর কর্মজীবনের অধিকাংশ সময়ে তাঁতিদের জীবনের বিভিন্ন সমস্যা ও তা থেকে উত্তরণের বিষয়ে তথ্য সংগ্রহ ও গবেষণার কাজে ব্যপ্ত থেকেছেন। ২০১৬ সালে অধ্যক্ষ পদ থেকে অবসর নিয়ে বর্তমানে দি এশিয়াটিক সোসাইটিতে গবেষণা ও প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন। ২০০১ সালে পশ্চিমবঙ্গের বারোটি জেলার তাঁতশিল্পের উপর লেখকের করা ক্ষেত্রসমীক্ষার উপর ভিত্তি করে লেখা বই ‘The Warp and Woof: an enquiry into the Handloom industry of West Bengal’ প্রকাশিত ও পণ্ডিতমহলে বিশেষভাবে সমাদৃত হয়।