এই উপন্যাসের মূল স্রোতে রয়েছে একটি প্রেম কাহিনী, সহজ স্বাভাবিক ছন্দে যা শাশ্বত হয়ে উঠেছে গল্পের প্রবাহে। হিয়ামন ও অর্ক ভেসে গেছে সম্পর্কের রঙিন ভূমিকায় এক গোলার্ধ থেকে অন্যটিতে। দুজনের ভালোবাসা আপন ছন্দে আবর্তিত হয়েছে জীবনের ভিন্ন সুরে, পার্থিব প্রবাহে। তবু অবাধ মনের সাবলীল প্রত্যাশা বজায় রেখেছে একের প্রতি অন্যের অনুরণন। উপন্যাসটি একটি সম্পর্কের সুরেলা অবতরণিকা, যা পাঠকের অনুভূতিকে আচ্ছন্ন করে তুলবে।