বাড়ির বারান্দায় ব্যাট খেলার সময় ছোট্ট ছেলেটা প্রায়ই বলত, ‘ইডেনে একটা ছক্কা মারব।’ ইডেন খায় না মাথায় দেয়, তখন জানত না সে।
কে জানত, ইডেনে ওভার বাউন্ডারির দিবাস্বপ্নের শিশু এবং অনিশ্চয়তা ভরা জীবন বেছে নেওয়ার সেই তরুণ ক্রিকেটারই শেষ পর্যন্ত হয়ে উঠবেন ভারতীয় ক্রিকেটের সুপারম্যান--- ঋদ্ধিমান সাহা।
সাফল্য পায়ে হেঁটে তাঁর কাছে আসেনি। শূন্যে শরীর ছুড়ে সে সাফল্য বারবার হাতের মুঠোয় নিতে চেয়েছেন তিনি। কখনও ধরেছেন, কখনও বা ফসকেছেন। দমে যাননি। আবার মেলেছেন ডানা। সাধারণ হয়েও তাই এই উইকেটকিপারের উত্থানের গল্প সুপারহিরোর মতো। সুপারম্যানের মতো।
ক্রিকেটের এই সুপারম্যানের জীবনেও রয়েছে অনেক ওঠা-পড়া, হাসি-কান্নার গল্প। রয়েছে ভাঙা দাঁত নিয়ে কিপিং থেকে আট টাকার মিল খেয়ে মাঠে নেমে পড়ার মতো নাটকীয় ঘটনা। আবার ট্রেনের মেঝেতে শুয়ে সারা রাত জার্নি করে সকালে মাঠে নেমে পড়াও রয়েছে।
জীবনে প্রথম বার চাকরির সুযোগ এল। সেটাও আবার রেলের! স্রেফ অ্যাপোয়েন্টমেন্ট লেটার নেওয়াই বাকি ছিল। কিন্তু বোধনের আগেই বিসর্জনের মতো সেই চাকরি জয়েন করলেন না তরুণ ক্রিকেটার। তখন ভারতীয় টিম তো দূর, নিশ্চিত ছিলেন না, বাংলার হয়ে কোনওদিন রঞ্জি খেলা হবে কি না !
শিলিগুড়ি থেকে সিডনি, কোলে মার্কেট টু ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, অনেক অজানা লড়াইয়ের গল্প দিয়েই সাজানো ঋদ্ধিমানের জীবন।
স্টাম্পের পিছনে লুকিয়ে থাকা এই সব ছোট ছোট গল্পের মিশেলেই তৈরি রয়েছে, সাধারণ থেকে সুপারহিরো হয়ে ওঠার গল্প--- ‘সুপারম্যান ঋদ্ধিমান’। লিখলেন বিশিষ্ট ক্রীড়া- সাংবাদিক রূপক বসু।
সুপারম্যান ঋদ্ধিমান
সাধারণ থেকে সুপারহিরো হয়ে ওঠার গল্প
Category : Sports
Author : Rupak Basu
Publisher : The Cafe Table
Binding Type : Paper Back