আচ্ছা, রবি যদি এখন বিশ্বভারতী গড়ে তুলতে চায়?প্রকৃতি ধ্বংসের জন্য ইন্দ্র যদি বিদ্রোহ করে! নাথ যদি পথে নামে সমগ্র পৃথিবীতে এমন অবলীলায় প্রাণহত্যার জন্য ? আর ঠাকুর চুপ করে যায় যদি! কেবল ‘চুপ’ করে থাকার অস্ত্র ব্যবহার?
কখনো ‘পেনেটি টু পানিহাটী’ কোথাও ‘শিলাইদহ ভায়া স্টেটস অথবা শান্তিনিকেতন’ কিংবা ভানুসিংহকে নিয়ে কণ্ঠিবদল করে যদি? কেমন হবে, কী করবো আমরা যখন দুই সময়কাল -রাজনীতি – পরিবেশ মিলেমিশে যেতে থাকে!
রবি ইন্দ্র নাথ ঠাকুরের সঙ্গে খুব বেড়াতে ইচ্ছে করে …
এই জার্নি নিয়ে উপন্যাস এবং একই নামে পলাশ দে-র দ্বিতীয় সিনেমা প্রস্তুত হতে চলেছে।
ওস্তাদ, কী উপায় এতটুকু রাস্তা পারাপার …
Others