নামহীন সম্পর্কে বন্ধন নেই, প্রতিশ্রুতিও না৷ এক অজানা টানে, চেনা গণ্ডির বাইরে, দুই অচেনার হঠাৎ কাছে আসা, শব্দের বিনিময়ে পরস্পরকে ছোঁয়া, আবার বাঁধা পডার, নাকি হারিয়ে ফেলার ভয়ে সরে যাওয়া হঠাৎ বৃষ্টির মতো নেমে আসা শব্দেরা, অতৃপ্তি, অপেক্ষা, উপেক্ষার বুকে আশ্চর্য সুন্দর এক ভালোলাগায় ভর করে এমন সব গল্পের জন্ম দেয়৷
অবাধ্য মনের অবাধ বিচরণ, তার হিসেবে যে গরমিল ‘ভালোবাসি’ শব্দের ক্লিশে ব্যবহার নেই, অথচ অনুচ্চারিত আবেগের উপস্থিতি অস্বীকার করার উপায় নেই৷ এমনই সব কবিতা নিয়ে ‘দুই অচেনার গল্প’৷
Others