যে-বল হারিয়ে গিয়েছিল গলিতে, ক্রিকেট খেলতে গিয়ে, সেই বল এই বই খুঁজলেই পাওয়া যাবে। পাওয়া যাবে বন্ধুদের ছড়ে যাওয়া হাত, হাতে ব্যাট, ব্যাটে বলের দাগ। পাওয়া যাবে রোদ্দুরে ভরা দাগী বিড়াল, অবিন্যস্ত টবের ফুল, কুয়াশাবালিকা ও পাড়ার পাঁচিলকেও। যে-্পাঁচিলে লেগে ফিরে এসেছে বল, যে-পাঁচিল দেওয়াল লিখনের, যে-পাঁচিলে সময়শামুক উঠেছে ও নেমেছে ক্রমাগত। এই পাঁচিল অনেকেই টপকেছে, কিন্তু ফিরে আসেনি। এই বই আবার পাঁচিল টপকে গলিতে ফিরে আসার। আবারও জড়িয়ে ধরা, বন্ধুদের। এ এক ক্রিকেট ধারাবাহিক, যার ভেতর ব্যাট ও বলের, রোদ ও বৃষ্টির, প্রেম ও প্রত্যাখ্যানের সশব্দ ও নিঃশব্দ উপস্থিতি তিরতির করে কাঁপছে।
Others