Hardcover, Sanjib Chattopadhyay, Historical Fiction, Religion & Spiritual, Novel
দক্ষিণেশ্বরের বকুলতলার ঘাটে পদার্পণ করেছিলেন এক বিদুষী তান্ত্রিক ভৈরবী। এসেছিলেন শ্রীরামকৃষ্ণকে তন্ত্রসাধনায় দীক্ষিত করতে। ভৈরবী সুন্দরী। সুগঠিত দীর্ঘদেহ। তপ্তকাঞ্চনের মতো গাত্রবর্ণ। শরীরে গুলঞ্চফুলের সুবাস। তখন দক্ষিণেশ্বরে নিয়মিত আসেন রানি রাসমণির জামাতা মথুরামোহন। ভাববিগ্রহ শ্রীরামকৃষ্ণকে দেখাশোনা করেন তাঁর ঘোর সংসারি ভাগ্নে হৃদয়। কালীমন্দির ঘিরে তখন আরও অনেক বর্ণময় চরিত্র। তন্ত্রসাধিকা ভৈরবী সবিস্ময়ে আবিষ্কার করেছিলেন, যাঁকে তিনি শিষ্যরূপে বরণ করতে এসেছেন গুরুপরম্পরার ঐতিহ্যে, সেই যোগীশ্বর শ্রীরামকৃষ্ণের ভেতরে চৌষট্টিটা তন্ত্রপাতা মোড়া আছে। একদিন শিষ্যই তাঁর গুরু হয়ে উঠবেন। তবু ভৈরবী আয়োজন করেন তন্ত্রসাধনার পূজা, আসন, চক্র, ক্রিয়া। তারপর? শ্রীরামকৃষ্ণের জীবন-ইতিহাস থেকে যথাযথ তুলে এনে মালার মতো গেঁথে দেওয়া এই উপন্যাসের কাহিনীতে তারই উত্তর।
Sanjib Chattopadhyay
১৯৩৬ সালে কলকাতার উপকণ্ঠে জন্ম। বিজ্ঞানের স্নাতক। বিজ্ঞান থেকে পরে কলাবিষয়ে সরে আসেন। শিক্ষকতা করেছেন। রাসায়নিক হিসাবে কিছুকাল কর্মরত ছিলেন একটি বড় রাসায়নিক সংস্থায়। পরবর্তীকালে ক্ষুদ্র ও কুটির শিল্পে র উন্নয়নকল্পে যুক্ত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিল্পোন্নয়ন বিভাগে। রামকৃষ্ণ মিশনের মুখপত্র ‘উদ্বোধনে’ স্বামী শ্ৰদ্ধানন্দের আশ্রয়ে সম্পাদনার হাতেখড়ি। পশ্চিমবঙ্গ সরকারে শিল্প বিভাগে থাকাকালীন শিল্প-সাংবাদিকতার শুরু। শিল্প-মুখপত্রের সম্পাদনা। বেতার ও দূরদর্শনের মাধ্যমে শিল্পপ্রচার। ক্রমে আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর সঙ্গে যুক্ত হবার সৌভাগ্য। প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঞ্চাশ অধিক। সাহিত্যের প্রায় সর্ব বিভাগেই বিচরণ। ১৯৮১ সালে পেয়েছেন আনন্দ পুরস্কার।
Sanjib- Chattopadhyay
Publisher : Ananda Publishers
Author : Sanjib Chattopadhay
Language : Bengali
Binding : Hardcover
Pages : 416
ISBN : 9788172159016
১৯৩৬ সালে কলকাতার উপকণ্ঠে জন্ম। বিজ্ঞানের স্নাতক। বিজ্ঞান থেকে পরে কলাবিষয়ে সরে আসেন। শিক্ষকতা করেছেন। রাসায়নিক হিসাবে কিছুকাল কর্মরত ছিলেন একটি বড় রাসায়নিক সংস্থায়। পরবর্তীকালে ক্ষুদ্র ও কুটির শিল্পে র উন্নয়নকল্পে যুক্ত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিল্পোন্নয়ন বিভাগে। রামকৃষ্ণ মিশনের মুখপত্র ‘উদ্বোধনে’ স্বামী শ্ৰদ্ধানন্দের আশ্রয়ে সম্পাদনার হাতেখড়ি। পশ্চিমবঙ্গ সরকারে শিল্প বিভাগে থাকাকালীন শিল্প-সাংবাদিকতার শুরু। শিল্প-মুখপত্রের সম্পাদনা। বেতার ও দূরদর্শনের মাধ্যমে শিল্পপ্রচার। ক্রমে আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর সঙ্গে যুক্ত হবার সৌভাগ্য। প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঞ্চাশ অধিক। সাহিত্যের প্রায় সর্ব বিভাগেই বিচরণ। ১৯৮১ সালে পেয়েছেন আনন্দ পুরস্কার।