মণীন্দ্র গুপ্ত : পুরা ও পরা’ গ্রন্থটির মূল বিষয় পুরাচৈতন্যে আদি-জীবন সভ্যতার মর্মবাণী আর প্রাণকণার খোঁজ, উপনিষদের ‘পরা’ জগতের পরম জ্ঞান, আত্মা বিষয়ক ব্রহ্ম বিষয়ক অনুসন্ধান আর আধুনিক সভ্যতায় পরাচেতনায় কবি ব্যক্তিত্বের পথ ধরে মানুষের পৃথিবীর পার্থিব-অপার্থিবতার যোগসূত্রকে মিলিয়ে দেখা। একজন মহৎ কবির লেখনী কীভাবে সেইসব অনাদিকালের জীবন ও জগতের অধিবাসী করে তুলছে এক একটি সাধারণ মানবসত্তাকে- কবির জীবন কথা ও কাব্যকথার মধ্য দিয়ে প্রিয় পাঠকের একজন হয়ে সেইসব দৃশ্যের মানস ভ্রমণ এই প্রবন্ধগ্রন্থটি। ঐতিহ্য ও কালচেতনায় কবির বৈচিত্র্যময় কাব্যজগতের গুহামুখ উন্মোচনে নেমেছেন প্রাবন্ধিক। রয়েছে দেশ-কাল-সংস্কৃতির নিরিখে আধুনিক বাংলা কবিতায় মণীন্দ্র গুপ্তের ভাববিশ্বের অবস্থানকে অখণ্ড সময়সত্তায় ফেলে দেখা। ভাষাশিল্পী মণীন্দ্র গুপ্তের কবিতার কিছু বিশেষ শৈলীকেও ভাবচেতনায় সম্পৃক্ত করে দেখানো হয়েছে।
Others