… নিশিযাপনে গিয়েছিল দিন
শিশির টেনে নিয়েছিল বুকে, আবরণ যেন৷
সেসব দিন ফুটে গেছে, কেউ কেউ হয়েছে শীতল শিশিরের উত্তাপে৷
আজ তাদের চিনতেই পারি না৷ একে কি দিনযাপন বলে? রাত্রির কাছে চলে যাওয়া সেসব দিনই ঘিরে থাকে আমায়, সাজিয়ে রঙ্গমঞ্চের জন্য প্রস্তুত করে দেয়৷
এই অবেলায় আমি ধরা পডে যাই তাদের কাছে…
Others