হাওয়ামোরগ উপন্যাসের প্রধান চরিত্র অর্চনা উপন্যাসে পরিব্রাজক অথবা দর্শকের ভূমিকায়। এমন নয় যে বারবার তার স্থান-পরিবর্তন ঘটেছে, জন্মলব্ধ আদর্শ ও নীতিবোধ সম্বল করে সে ভেঙেছে নিজের বিবাহ-বন্ধন।
এরপর একক নারী হিসাবে তার পরিক্রমণ। নৈর্ব্যক্তিক থাকতে চেয়েও চলার পথে এসে পড়েছে অনেক চরিত্র—নেহা, সুমন, পূনম, গুড়িয়া এবং আরো কেউ, যারা কোনো না কোনোভাবে অর্চনাকে নিজের জীবনের অংশভাগী করে তুলেছে।
জীবন এক চলন—, ওঠা-পড়া বলে কিছু হয়না। যা হয়, তা বাতাসের দিক-পরিবর্তনের মতো অবশ্যম্ভাবী। পাঠকের চোখে অর্চনার সেই জীবনপাঠ, সেই দিগ্দর্শন আলো ফেলে যায়।
Others