অধ্যাত্মবাদ ও ঈশ্বরচিন্তার সঙ্গে যখন মেধা, মনন ও হৃদয়বৃত্তির সুষম মেলবন্ধন ঘটে, তখনই কোনো মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র ঐহিক বোধের জগতের সীমানা অক্লেশে পেরিয়ে যেতে এবং এক অন্যতর সার্বিক উত্তরণ অনুভব করতে সক্ষম হন।
খলিল জিব্রান সেই অতি স্বল্প সংখ্যক বিরল ভাগ্যবানদেরই একজন। তাঁর অনুভূতিতে, চিন্তায়, সংলাপে, কবিতায়, গদ্যে সেই কারণেই এক অত্যাশ্চর্য আর অলৌকিক আলোর উদ্ভাস ; যা সাধারণ মানুষের মনের দশ দিগন্তের অন্ধকারকে বড়ো অনায়াস দক্ষতায় দূর করে দেয়।
Others