Juga-Sambhabini
মহাভারত বলতে যাঁরা কুরুপাণ্ডবকথা মাত্র বোঝেন, এ-কাহিনি তাঁদের কাছে হয়তো কিঞ্চিৎ কমই জানা। প্রকৃত প্রস্তাবে, এ-আখ্যান ভারত-বৃত্তান্তের উৎসমুখ থেকে খনন করে আনে কুরুকাহিনির আদিতম লগ্নের একটি খণ্ড। এই ক্ষুদ্র ইতিবৃত্ত আসলে এক মহৎ ও বিপুল ভবিষ্যের বীজ। দৈত্যগুরু শুক্রাচার্যের দুহিতা দেবযানীর জীবনের যে-সমস্ত উত্থানপতন বহু প্রজন্ম পরে এক অবিস্মরণীয় ইতিহাস প্রসব করবে— এই আখ্যানে সেই আবেগধৌত ও সংঘাতমুখর প্রারম্ভ-ঘটনামালা বিধৃত। সৌরভ মুখোপাধ্যায়ের মহাভারত-নির্ভর আখ্যানগুলির সঙ্গে যাঁদের পরিচয় আছে সেই সব পাঠক জানেন— কীভাবে চেনা গল্পের মধ্যেই অচেনা ব্যঞ্জনা, উদ্ভাবনী কল্পনা আর যৌক্তিক পরিপূরণের মাধ্যমে তারা নিয়ে আসে অনাস্বাদিতপূর্বের স্পর্শ। অভিজাত বিষয়বস্তুর সঙ্গে সাযুজ্যপূর্ণ ধ্বনিঝংকৃত ভাষা— এই মণিকাঞ্চনযোগে সৌরভ সমপ্রজন্মে প্রায় অদ্বিতীয়। ‘যুগসম্ভাবিনী’ উপন্যাসেও তিনি স্বমহিমায় ভাস্বর।
Sourav Mukhopadhyay
সৌরভ মুখোপাধ্যায়-এর জন্ম ২৪ এপ্রিল ১৯৭৩, হুগলির মাতুলালয়ে। হাওড়া জেলার উত্তর ঝাঁপড়দহ গ্রামে আশৈশব বসবাস। তেরো বছর বয়সে পিতৃবিয়োগ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরাজি ভাষা ও সাহিত্যে সাম্মানিক স্নাতক। প্রথমে রাজ্য সরকারের চাকরি করতেন। তারপর, একাধিক কর্মস্থল পালটে, বর্তমানে হাওড়ার একটি স্কুলে শিক্ষকতায় নি যুক্ত। অনেক অগ্ৰণী পত্রপত্রিকাতেই নিয়মিত গল্প লিখেছেন। লিখতে ভালবাসেন ছোটদের জন্যেও। ‘দেশ’-সহ একাধিক পত্রিকা-আয়োজিত গল্প-প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন।
Sourav Mukhopadhyay
সৌরভ মুখোপাধ্যায়-এর জন্ম ২৪ এপ্রিল ১৯৭৩, হুগলির মাতুলালয়ে। হাওড়া জেলার উত্তর ঝাঁপড়দহ গ্রামে আশৈশব বসবাস। তেরো বছর বয়সে পিতৃবিয়োগ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরাজি ভাষা ও সাহিত্যে সাম্মানিক স্নাতক। প্রথমে রাজ্য সরকারের চাকরি করতেন। তারপর, একাধিক কর্মস্থল পালটে, বর্তমানে হাওড়ার একটি স্কুলে শিক্ষকতায় নি যুক্ত। অনেক অগ্ৰণী পত্রপত্রিকাতেই নিয়মিত গল্প লিখেছেন। লিখতে ভালবাসেন ছোটদের জন্যেও। ‘দেশ’-সহ একাধিক পত্রিকা-আয়োজিত গল্প-প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন।