আধুনিক ঔপন্যাসিক বা লেখক যখন কোনো ইতিহাস–সময় নিয়ে কাজ করতে আসেন তখন দুর্লভ বীক্ষণযন্ত্রটির সঙ্গে যুক্ত হয় আধুনিকতার প্রতি দায়বদ্ধতা৷ সমকালীন সময়ের মাত্রা দিয়ে অতীত তরঙ্গের তাপ নিয়েছেন সেবন্তী৷ অচেনা সভ্যতার আদিম অরণ্যে বিচরণরত পলাতক সিপাহী রাজনাথ আর তার দুই স্থানীয় স্ত্রী জিগা ও মোডো লিপা এমন এক জগতে নিয়ে যায় যেখানে আগুন রক্ষিত হয় বংশ–পরম্পরায়৷ সেখানে আদিগন্ত প্রকৃতিই পাপপুণ্য বোধহীন ঈশ্বর মাত্র৷ আর–এক আখ্যানে বিশিষ্ট অভিনেত্রী নীলা পারেখের জীবন ক্ষুদ্র পাহাডি জনপদ থেকে মিশে যায় মুম্বই কলকাতার রূপোলি রঙিন দুনিয়ায়৷ পিছনে ছেডে যায় এক চমকপ্রদ কলোনির ঘটনার ঘনঘটা৷
Others