‘সাম্প্রতিক শিল্প প্রসঙ্গ’ সম্পূর্ণ ভারতীয় শিল্পকলা সম্পর্কের প্রতিনিধিত্ব করছে না৷ বরং এই বইয়ের বিষয় কয়েকজন নির্বাচিত প্রাসঙ্গিক ভারতীয় শিল্পী ও সাম্প্রতিক ভারতীয় চিত্রকলার পর্ব ও পর্বান্তর৷ চিত্রকলা ছাড়িয়ে শিল্প বিস্তৃত হয়েছে উপস্থাপনা শিল্পে, মাল্টিমিডিয়ায়– সেই বিষয়েও আলোকপাত করা হয়েছে৷ বইটিতে বাংলার সঙ্গে ভারতীয় শিল্পীও যেমন রয়েছেন তেমনই নির্বাচিত করা হয়েছে একজন বাংলাদেশের শিল্পীকেও৷ ভিন্ন দেশ হলেও সাংস্কৃতিক যোগাযোগের কারণেই তা করা হয়েছে৷ বইটির উদ্দেশ্য পাঠকের মনে সাম্প্রতিক সমালোচনার একটি প্রাসঙ্গিকতা নির্মাণের৷
Others