মৃত্যুর মাসখানেক আগে নেরুদার লেখা শেষ কবিতার বই এই ‘প্রশ্ন-পুঁথি’, যে বইয়ের কবিতা, তাঁর অন্য সব কবিতা থেকে একেবারেই আলাদা; নির্ভার এইসব কবিতায় কবি প্রশ্নের পর প্রশ্নে যেন নিজেকেই খুঁজে চলেছেন, খুঁজে চলেছেন তাঁর আত্মার গহিনতম সত্তা, পৃথিবী তৈরির পঞ্চ উপাদান—ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, ব্যোমের অন্তরের রহস্য, খুঁজে চলেছেন মায়ার মায়া, খুঁজে চলেছেন সেই হলুদ পাখি কে যে লেবু দিয়ে তার বাসা ভরিয়ে তোলে, সন্ধান করছেন—রামধনুর শেষ কোথায়, দিগন্তে না আমাদের হৃদয়ে, মুখোমুখি হচ্ছেন বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা সেই ট্রেনের যার থেকে বিষাদখিন্ন আর কিছুই নেই আমাদের এই মরপৃথিবীতে।
Others