কবিতা লিখতে চেয়েছিলেন অনিন্দ্য, কবিতাই লিখেছেন৷ রাস্তায় হাঁটতে হাঁটতে কতকিছু কুডিয়ে নিয়েছেন তিনি, ঝুলির মধ্যে গিয়ে তারা গডে তোলে ক্যালাইডোস্কোপের মায়াবী ভুবন৷ তাঁর ভঙ্গি কী সহজ, শব্দচয়ন নিরাভরণ, কেবল ঘাস পাতা বুনোফুল জডানো৷ নিজের দেখা জীবনকে তিনি মিলিয়ে নিয়েছেন ‘তুমি’–র সঙ্গে, অনির্দিষ্ট হলেও সে ‘তুমি’ পাঠকেরই চেনা জগতের বাসিন্দা৷ তাঁর কবিতা ভালোবাসার কবিতা, ‘পথে পথে পাথর ছডানো’ সেই জীবনপথ, তার যাবতীয় রুক্ষতাসহই তাকে আকডে ধরতে চেয়েছিলেন কবিতায়৷
Others