Hardcover, Suchitra Bhattacharya, Anthology, Contemporary Fiction, Novels
কথাসাহিত্যে সুচিত্রা ভট্টাচার্য প্রভূত খ্যাতির অধিকারী। আকস্মিক বিদায়লগ্নের সময়েও তিনি ছিলেন সৃজনমগ্ন এবং ব্যাপক জনাদরের বৃত্তে। মোটামুটি বাইশ বছরের ঔপন্যাসিক জীবনে তিনি লিখেছেন অজস্র। নানা ভাবে কাঁটা-ছেড়া করেছেন সমকালের অন্তর। আলোড়ন সৃষ্টিকারী এক-একটি উপন্যাসে সুচিত্রা বিনা দ্বিধায় ছিন্ন করেছেন আমাদের সামাজিক মুখোশ। তীব্র সব নারীচরিত্র সৃষ্টি করেছেন। নারীসুলভ সংবেদন তাঁকে স্বতন্ত্র করলেও প্রকৃত অর্থে তিনি কিন্তু ছিলেন মানবতাবাদী সাহিত্যিক। মধ্যবিত্ত জীবনের সমস্যা-সংকট-প্রতিজ্ঞা-প্রতিবাদ-আত্মদহনের পাশাপাশি সুচিত্রার নজর এড়ায়নি নাগরিক সমাজের নানা রকম বিচ্ছিন্নতা ও নিঃসঙ্গতা। প্রত্যক্ষভাবে বিষয়কে চিনতেন বলেই তাঁর কাহিনি চেনা দিয়ে যায় পাঠককে বারবার।
‘উপন্যাস সমগ্র’ প্রথম খণ্ডে গ্রন্থিত হল আটটি উপন্যাস— যখন যুদ্ধ, আমি রাইকিশোরী, কাচের দেওয়াল, অদ্ভুত আঁধার এক, ভাঙনকাল, মন্থন, দহন, হলুদ গাঁদার বনে।
Suchitra Bhattacharya
সুচিত্রা ভট্টাচার্য-এর জন্ম ভাগলপুরে, ২৫ পৌষ ১৩৫৬ (১০ জানুয়ারি, ১৯৫০)। স্কুল ও কলেজ জীবন কেটেছে দক্ষিণ কলকাতায়। কলেজে ঢোকার সঙ্গে সঙ্গে বিবাহিত জীবনের শুরু। আবার কলেজে পড়তে পড়তেই চাকরি জীবনে প্রবেশ। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতেন। তবে লেখালেখিতে মনোযোগী হয়েছেন সত্তর দশকের শেষভাগ থেকে। নারীদের একজন হয়ে তাদের নিজস্ব জগতের যন্ত্রণা, সমস্যা আর উপলব্ধির কথা লিখতে আগ্রহী তিনি। সুচিত্রার লেখাতে বারবারই ঘুরে-ফিরে আসে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের আত্মিক দিক, নানান জটি লতা। এ যাবৎ প্রকাশিত তাঁর উপন্যাসগুলির মধ্যে ‘কাছের মানুষ’ বৃহত্তম রচনা। নানা পুরস্কারে ভূষিতা হয়েছেন। ‘দহন’ উপন্যাসের জন্য কর্নাটকের শাশ্বতী সংস্থা থেকে পেয়েছেন নন্জনাগুড়ু থিরুমালাম্বা জাতীয় পুরস্কার, ১৯৯৬। অন্যান্য পুরস্কারের মধ্যে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবনমোহিনী পদক, শরৎ সাহিত্য পুরস্কার, দ্বিজেন্দ্রলাল পুরস্কার, শৈলজানন্দ পুরস্কার, তারাশঙ্কর পুরস্কার, কথা পুরস্কার, সাহিত্য সেতু পুরস্কার প্রভৃতি। প্রয়াণ: ১২ মে ২০১৫।
Suchitra Bhattacharya
Publisher : Ananda Publishers
Author : Suchitra Bhattacharya
Language : Bengali
Binding : Hardcover
Pages : 716
ISBN : 9789350406595
সুচিত্রা ভট্টাচার্য-এর জন্ম ভাগলপুরে, ২৫ পৌষ ১৩৫৬ (১০ জানুয়ারি, ১৯৫০)। স্কুল ও কলেজ জীবন কেটেছে দক্ষিণ কলকাতায়। কলেজে ঢোকার সঙ্গে সঙ্গে বিবাহিত জীবনের শুরু। আবার কলেজে পড়তে পড়তেই চাকরি জীবনে প্রবেশ। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর আকর্ষণ অনুভব করতেন। তবে লেখালেখিতে মনোযোগী হয়েছেন সত্তর দশকের শেষভাগ থেকে। নারীদের একজন হয়ে তাদের নিজস্ব জগতের যন্ত্রণা, সমস্যা আর উপলব্ধির কথা লিখতে আগ্রহী তিনি। সুচিত্রার লেখাতে বারবারই ঘুরে-ফিরে আসে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের আত্মিক দিক, নানান জটি লতা। এ যাবৎ প্রকাশিত তাঁর উপন্যাসগুলির মধ্যে ‘কাছের মানুষ’ বৃহত্তম রচনা। নানা পুরস্কারে ভূষিতা হয়েছেন। ‘দহন’ উপন্যাসের জন্য কর্নাটকের শাশ্বতী সংস্থা থেকে পেয়েছেন নন্জনাগুড়ু থিরুমালাম্বা জাতীয় পুরস্কার, ১৯৯৬। অন্যান্য পুরস্কারের মধ্যে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবনমোহিনী পদক, শরৎ সাহিত্য পুরস্কার, দ্বিজেন্দ্রলাল পুরস্কার, শৈলজানন্দ পুরস্কার, তারাশঙ্কর পুরস্কার, কথা পুরস্কার, সাহিত্য সেতু পুরস্কার প্রভৃতি। প্রয়াণ: ১২ মে ২০১৫।