রানি লক্ষ্মীবাঈয়ের প্রায় ষাট বছর আগে ভারতে ব্রিটিশ আধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন কর্ণগড়ের রানি শিরোমণি। বৃটিশ শাসনের বিরুদ্ধে গণবিদ্রোহ করেছিলেন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরা। ধানসিড়ি থেকে প্রকাশিত হতে চলেছে চূয়াড় বিদ্রোহ(১৭৬০-১৮০৫) ও রানি শিরোমণিকে নিয়ে সুমন মহান্তি-র লেখা উপন্যাস ‘প্রথম দ্রোহিণী’। ব্রিটিশ শাসনের প্রথম বিদ্রোহিণী ও বন্দিনীকে নিয়ে,প্রান্তিক মানুষের বিদ্রোহের অনালোকিত অধ্যায় নিয়ে এই উপন্যাস।
Others