Hardcover, Memoirs, Essay
জ্যুলা গারমানুশ সস্ত্রীক শান্তিনিকেতনে এসেছিলেন রবীন্দ্রনাথের আমন্ত্রণে ইসলাম ধর্ম-দর্শন এবং সাহিত্যের অধ্যাপক হিসাবে। রোজা স্বামীর সঙ্গে ১৯২৯-১৯৩১ ভারতে অতিবাহিত করেন। তিনি ডায়েরিতে সে-কালের যে-খসড়া চিত্র লিপিবদ্ধ করেছিলেন সেখান থেকে পরবর্তীকালে এই স্মৃতিলিপিটি রচনা করেন। তাঁর দৃষ্টিতে তৎকালীন শান্তিনিকেতনের পরিবেশ, রবীন্দ্রনাথের উপস্থিতি নিপুণভাবে অঙ্কন করেছেন। তৎকালীন বাঙালি সমাজ ও অর্থনীতির একটি পরিষ্কার রূপ এই গ্রন্থে পাওয়া যায়। অসহযোগ আন্দোলনের ছায়া যে শান্তিনিকেতন আশ্রমের উপরে পড়েছিল তাও তিনি উল্লেখ করেছেন। অসহযোগ-আন্দোলনের দৃশ্য, গাঁধীজির লবণ-আন্দোলন সবই রচনাটিতে নিপুণভাবে বর্ণিত হয়েছে এক বিদেশিনীর দৃষ্টিতে।এই গ্রন্থটি পাঠকালে মনে হবে যেন পাঠক তৎকালীন শান্তিনিকেতনে অধ্যাপক ও ছাত্রদের মধ্যে রয়েছেন। সেখানকার দৈনন্দিন কাজকর্ম ও আশপাশের সাঁওতাল গ্রামের উৎসবেও শামিল হয়ে পড়েছেন।
রোজা হইনোসি, লোচে নামক স্থানে (তৎকালীন উত্তর হাঙ্গেরি, বর্তমানে পূর্ব স্লোভাকিয়া বা লেনোভা নামে পরিচিত), ১৮৮৮ সালের ১৯ জুলাই জন্মগ্রহণ করেন। তাঁর পিতা যোসেফ রয়মন্ড হইনোসি সেপেশ কাউন্টির সুপারভাইজার ছিলেন— তিনি ঐতিহাসিক ও শিক্ষক ছিলেন।রোজা লোচেতে তাঁর শিক্ষা সম্পূর্ণ করেন। ১৯১৮ সালে তিনি জুলিয়াস গারমানুশকে বিবাহ করেন।রোজা হইনোসি বুদাপেস্টে সচ্ছল ও স্বাধীন জীবনযাপন করেছেন। তাঁরা দামি ও অভিজাত পোশাক পরিচ্ছদ পরিধান করতেন। তাঁরা অসংখ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও সক্রিয় সামাজিক জীবনের সঙ্গে জড়িত ছিলেন।ভারতবর্ষ থেকে ফিরে তিনি বহু বছর তাঁর এই বইটির রচনাকর্মে নিযুক্ত ছিলেন। অনুবাদক বিচিত্রা ভট্টাচার্যের জন্ম কলকাতায়। ১৯৭৭-১৯৮০ বুদাপেস্টে হাঙ্গেরিয়ান ভাষা শিক্ষা, ১৯৮২-তে প্রশাসনিক পদে যোগদান। ২০০৬-এ কারেকশনাল মেরিটোরিয়াম সার্ভিসে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত।
Others
Publisher : Ananda Publishers
Author : Samaresh Majumdar
Language : Bengali
Binding : Hardcover
Pages : 690
ISBN : 9789389876758