"কিন্তু ফাতিমার মুখটা কেমন যেন অজানা ভয়ে শুকিয়ে গেল। মেহতাব এমন ঠাণ্ডা কেন?
সে কিছু বুঝে ওঠার আগেই মেহতাবের পিছন থেকে দুজন এসে ছিনিয়ে নিলো কায়নাতকে। উঠোনের ওপরে তার বোরখা ছিঁড়ে ফেলল হিংস্র শিয়ালের থাবার মত। দু'জন আঁচড়ে-কামড়ে শেষ করে দিতে লাগল একটা ফুটন্ত গোলাপের মত ফুল। ফাতিমা চিৎকার করে ছুটে যেতে চাইল মেয়ের দিকে কিন্তু ততক্ষণে মেহতাবের বন্দুকের গুলিতে তার অন্ত্রাশয় ফুটো হয়ে গেছে। রক্তে আছাড় খেতে খেতে ফাতিমা পৌঁছাতে চাইছে তার মেয়ের কাছে। কায়নাতের প্রতিটা শীৎকারে যেন একজন করে মায়ের মৃত্যু হচ্ছে।
হা আল্লাহ!
একসময় থেমে গেল ফাতিমা। চোখদুটো তখনও খোলা, স্থির দৃষ্টে তাকিয়ে আছে কায়নাতের ক্ষত বিক্ষত যৌনস্থানের দিকে।
কায়নাতও মারা গেছে বহুক্ষণ আগে। শরীরে না হলেও মনে মনে তো বটেই।"
Category : Collections of story
Author : Sudeb Bhattacharya
Publisher : The Cafe Table
Binding Type : Paper Back