সেলিব্রিটিদের হেঁশেলে উঁকি দিয়ে উঠে এল কত অজানা গল্প। রান্না নিয়ে তাঁদের প্যাশন, ভালোলাগা, মন্দলাগা। পছন্দের মাছ কিম্বা পিঠের রেসিপি, কিন্তু সবটাই গল্পচ্ছলে। ছক ভাঙা আঙ্গিকে। আড্ডার উঠোনে ওম নিতে নিতে। কখনো সাহিত্যিকদের সাহিত্য আড্ডার ভোজনে কখনো সঙ্গীতশিল্পীদের রিহার্সালে। এমনকি বুদ্ধদেব দাশগুপ্ত বা সত্যজিত রায়ের ছবি নির্মাণের মধ্যে দিয়ে কিম্বা নবনীতা দেব সেনের ভালো-বাসার রান্নাঘরে রাধারাণী দেবীর নিজস্ব রেসিপিতে। তবে সবটাই খাদ্যপ্রেমী বাঙালির রসনাকেন্দ্রি
Others