Hardcover, Mousumi Ray, Poetry
প্রতিটি মানুষের মনের মাঝে থাকে একটি করে নিঃসঙ্গ অন্তরীপ, স্বতন্ত্র এক দ্বীপ যার খবর শুধু সে মনই জানে। মনের আকাশে কখনো সূর্য ওঠে, পাখি গান গায়, সাগরের বুকে খেলে জলপরি, নদীর ঢেউয়ে বয়ে যায় উজান-ভাঁটা; আবার কখনো কালো মেঘে আকাশ ছায়, ঝড় ওঠে, মন ভাঙে, বৃষ্টি ঝরে। কারো ভাঙা মন পায় অন্য কোনো মনে আশ্রয়, কেউ বা সাকিন খুঁজে ফেরে আজীবন। সাদা-কালো-ধূসরে রাঙানো মনে চলে নানা বিচিত্র খেলা। রুবিক কিউবসের মতো, বহুমাত্রিক মন। নানা রঙের মানুষ বেলোয়ারি কাচের মতো নানা রঙের আলো ঠিকরায়। 'নিঃসঙ্গ অন্তরীপ' কবিতার আখরে লেখা সেই বহুধা বিভক্ত আবহমান যাপনের সুখ, দুঃখ, প্রেম, বিরহ, হাসি, কান্না, অস্তিত্বের সংকট, সভ্যতার অবক্ষয়, ন্যায়-অন্যায়ের দ্বন্দ্বের এক সত্যনিষ্ঠ আখ্যান... 'ভিড়ের মাঝে একলা ভীষণ ধরতে চাওয়া হাত মনের মাঝে তুমুল তুফান প্রবল বৃষ্টিপাত...'
Others
Category : Poem & Poetry
Author : Mousumi Ray
Publisher : The Cafe Table
Binding Type : Hard Cover