Hardcover, Dipan Bhattacharya, History, Archaeology & Palaeology
শাঁখার ইতিহাস বেশ রহস্যে মোড়া। আজ থেকে প্রায় ৯০০০ বছর আগে বালুচিস্তানে এর প্রথম দেখা পাওয়া গেলেও আজ শাঁখা দেখতে পাওয়া যায় তার চেয়ে বহু দূরের দেশ বাংলায়। সিন্ধু সভ্যতায় শাঁখা ছিল একটি গুরুত্বপূর্ণ অলংকার। সমাধিতে শাঁখার অবস্থান দেখে মনে হয় যে সিন্ধু মানুষেরা হয়তো এর কোনো অতিলৌকিক শক্তিতে বিশ্বাস করত। আজও বাংলায় শাঁখা নিয়ে কিছু এমন বিশ্বাস রয়েছে। তাহলে কি এইসব বিশ্বাসের জন্ম সিন্ধু সভ্যতায়? সিন্ধু সভ্যতার শাঁখার সঙ্গে আজকের শাঁখার কতটা মিল? সিন্ধু সভ্যতার পতনের পরও যদি শাঁখার অস্তিত্ব থেকে যায়, তাহলে কি সিন্ধু সভ্যতার সেই মানুষগুলির হদিস আমরা শাঁখার সূত্র ধরে খুঁজে ফেলতে পারি? কারা সেই শঙ্খের কারিগরদের আশ্রয় দিয়েছিল? কীভাবে বাংলায় শাঁখা পৌঁছেছিল? দ্বারকা নগরী আসলে কার সৃষ্টি এবং এর সঙ্গে কি শাঁখার কোন যোগ আছে? শাঁখার মতো সিঁদুর ব্যবহারের কি কোন প্রাচীন প্রমাণ পাওয়া গেছে? এমন অনেক প্রশ্নের উত্তর রয়েছে শাঁখার ইতিহাস নিয়ে লেখা এই একমাত্র বইতে।
Dipan Bhattacharya