Hardcover, A P J Abdul Kalam, Autobiography, Translated Non-fiction
অগ্নিপক্ষ এমন একজন মানুষের জীবনকাহিনি, যাঁর নামের সঙ্গে আজ আসমুদ্র হিমাচল ভারতের জনসাধারণ এবং পৃথিবীর তাবৎ নাগরিক পরিচিত। এই মানুষটির প্রাণশক্তি প্রচণ্ড, চিন্তার জগৎ বহুব্যাপ্ত। সব সময়েই যে তাঁর সব কথা সহজেই বোঝা যায় তা নয়, কিন্তু তাঁর কথা প্রতিনিয়ত সতেজ ও সজীব। প্রতি মুহূর্তে নবীন, উদ্দীপ্ত। আবার তা বিচিত্র, বহুবর্ণে বর্ণময়। ভারতবাসীর প্রতি এই মানুষটির ভালবাসা অপরিসীম। যাঁরা সবচেয়ে নীচের তলার মানুষ, সবচেয়ে সরলপ্রাণ, তাঁদের প্রতি এক স্বাভাবিক সাযুজ্য বোধ করেন তিনি। কেননা নিজেকে তিনি তাদেরই একজন মনে করেন। তবু নিজের জীবনকথা আপামর মানুষের কাছে বলবেন কি না এ নিয়ে তিনি দ্বিধাগ্রস্ত ছিলেন। কেননা, একটি ছোট্ট শহরের এক বালকের দুঃখ-কষ্ট, বাধা-বিঘ্ন, উত্তরণ, সাফল্য ইত্যাদি সম্পর্কে জানতে মানুষ আগ্রহী হবে কেন? বিদ্যালয়-জীবনের দিনগুলিতে তীব্র আর্থিক অনটন, কলেজ-জীবনে অর্থাভাবে সেই মানুষটির নিরামিষাশীর জীবন বেছে নেওয়ার ইতিহাস জেনে মানুষের কী লাভ? দ্বিধাদ্বন্দ্বের দোলাচলে অস্থির হয়েও সেই মানুষটির মনে হয়েছিল, কোনও ব্যক্তির জীবন এবং যে-সামাজিক বিন্যাসের মধ্যে সে-জীবন বিধৃত— এই দুইকে আলাদা করে দেখা যায় না। এই সত্যটি উপলব্ধি করার পর তার মনে হল, বাবার ইচ্ছানুযায়ী কালেকটর না হয়ে, বিমানবাহিনীর বিমানচালক না হয়ে, কী করে তিনি ক্ষেপণাস্ত্র যন্ত্রবিদ হলেন, সেই জীবনের ইতিহাস মানুষকে হয়তো বলা যায়। বলা যায় তাঁদের কথাও, যাঁদের গভীর প্রভাবে ও প্রেরণায় গড়ে উঠেছে তার জীবন, সফল হয়েছে তার আকাঙ্ক্ষা প্রত্যাশা স্বপ্ন। এই প্রত্যয়ে স্থিত হয়ে তিনি তার জীবনের একএকটি পৃষ্ঠা মানুষের সামনে মেলে ধরলেন। হয়তো এই গ্রন্থ মানুষটির বর্ণময় জীবনের রূপরেখা মাত্র। তবু এই জীবনকথা এক তীর্থযাত্রা। তাঁর অন্তঃস্থিত ‘ঐশ্বরিক অগ্নি’-র ডানা মেলে আকাশের বুকে উড়ে যাওয়ার আশ্চর্য বৃত্তান্ত। আবার এ শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য ও দুঃখদুর্দশার কাহিনি নয়। যে-আধুনিক ভারত এখন বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সামনের সারিতে স্থানলাভের জন্য সংগ্রাম করছে, তার নানা সফলতা এবং অসফলতার দলিলও এই বই।
A P J Abdul Kalam
ভারতের একাদশতম রাষ্ট্রপতি আবুল পাকির জইনুল আবেদিন আবদুল কালাম ১৯৩১ সালে তামিলনাড়ুর রামেশ্বরমে জন্মগ্রহণ করেন ও মাদ্রাজ ইন্সটিটিউট অফ টেকনোলজিতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেন। প্রখ্যাত বিজ্ঞানী হিসেবে তিনি ৫০০ জন বিশেষজ্ঞের সহায়তায় ভারতবর্ষকে উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য পথপ্রদর্শক হিসেবে টেকনোলজি ভিশন ২০২০-এ পৌঁছতে দেশকে নেতৃত্ব দেন। একজন বর্ষীয়ান রাষ্ট্রনায়ক হিসেবে তিনি সর্বজনশ্রদ্ধেয় ছিলেন। ভারতবর্ষকে ২০২০-র মধ্যে এক উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে ড. কালামের দৃষ্টি স্থির ছিল এবং এর জন্য তাঁকে আইআইটি, আইআইএমগুলিতে শিক্ষকতার দায়িত্বপালন, অধিবেশনগুলিতে অভিভাষণ প্রদান, ছাত্রছাত্রীদের সঙ্গে মেলামেশার জন্য দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করতে হত। প্রয়াণ: ২৭ জুলাই ২০১৫।
A P J Abdul Kalam
Publisher : Ananda Publishers
Author : A P J Abdul Kalam
Language : Bengali
Binding : Hardcover
Pages : 204
ISBN : 9788177563238
ভারতের একাদশতম রাষ্ট্রপতি আবুল পাকির জইনুল আবেদিন আবদুল কালাম ১৯৩১ সালে তামিলনাড়ুর রামেশ্বরমে জন্মগ্রহণ করেন ও মাদ্রাজ ইন্সটিটিউট অফ টেকনোলজিতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেন। প্রখ্যাত বিজ্ঞানী হিসেবে তিনি ৫০০ জন বিশেষজ্ঞের সহায়তায় ভারতবর্ষকে উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য পথপ্রদর্শক হিসেবে টেকনোলজি ভিশন ২০২০-এ পৌঁছতে দেশকে নেতৃত্ব দেন। একজন বর্ষীয়ান রাষ্ট্রনায়ক হিসেবে তিনি সর্বজনশ্রদ্ধেয় ছিলেন। ভারতবর্ষকে ২০২০-র মধ্যে এক উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে ড. কালামের দৃষ্টি স্থির ছিল এবং এর জন্য তাঁকে আইআইটি, আইআইএমগুলিতে শিক্ষকতার দায়িত্বপালন, অধিবেশনগুলিতে অভিভাষণ প্রদান, ছাত্রছাত্রীদের সঙ্গে মেলামেশার জন্য দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করতে হত। প্রয়াণ: ২৭ জুলাই ২০১৫।