Hardcover, Shree Birendranath Ghosh, Essay, Culture & Folk Culture
“What bengal thinks today, India will think tomorrow” – বাঙালির ইতিহাসের কয়েক দশক পেছনে তাকালে বাঙালি সম্পর্কে প্রখর রাজনীতিবিদ গোপাল কৃষ্ণ গোখলের এই আপ্তবাক্য যে কতটা তাৎপর্যপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না। একজন অবাঙালি ভদ্রলোক এমনি এমনি এমন মন্তব্য করেননি। এর সারসত্য খুবই তাৎপর্যপূর্ণ। কিন্তু বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি বদলেছে, বদলেছে সামাজিক প্রেক্ষাপটও। বাঙালি খুয়েইছে তার অতীত গরিমা!!
বিস্মৃত-প্রিয় বাঙালির শৌর্য-বীরত্বের সেই ইতিহায় এই বইয়ের প্রতিটি অধ্যায় জুড়ে। অতীতের দিকে তাকিয়ে আজকের ‘হীনবল’ বাঙালি এই অপবাদ গায়ে মাখতে বড্ড লজ্জা করে। বাঙালি তো এই অপবাদের দাবিদার নয়। বাহুবলে বাঙালির অতীত ঐতিহ্য জানলে অবাক হয়ে যেতে হয় এই কী সেই বাঙালি?
এই বইয়ে কুস্তি, পালোয়ান, শিকার, সাজি, সার্কাস ইত্যাদি আটটি বিষয়ে উল্লেখিত বাঙালি জাতির পারদর্শিতা আজকের দিনে দাঁড়িয়ে সত্যিই ঈর্ষণীয়।
Others
Language: Bengali
Binding: Hardcover
Genre: Society, Culture & Folk Culture , Essays ,
Publishers: Shabdo Prakashan