মহাত্মা গান্ধির আদর্শ ও মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করার দৃঢ়তায় মুগ্ধ হয়েছেন রবীন্দ্রনাথ, আবার নানা বিষয়ে তাঁর সঙ্গে মতবিরোধও ঘটেছে, কিন্তু তাঁরা বন্ধু থেকেছেন। গান্ধিজি ও রবীন্দ্রনাথের মধ্যে যোগসূত্র সি এফ অ্যান্ডরুজ। তিনি গান্ধিজির জাতীয় কর্মকাণ্ডে যুক্ত থেকেছেন। একইভাবে মনীষী রম্যাঁ রলাঁ গান্ধিজিকে নিয়ে গ্রন্থ রচনা করেছেন এবং গান্ধিজির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে জড়িয়ে থেকেছেন, গান্ধিজিও তাঁকে ইউরোপের শ্রেষ্ঠ জ্ঞানী মানুষের মর্যাদা দিয়েছেন। এই রলাঁর ‘মহাত্মা গান্ধি’ পাঠ করে আর কোনও দিকে তাকাননি ব্রিটিশ অভিজাত পরিবারের কন্যা মাডলিন স্লেড, সবরমতী আশ্রমের কঠোর জীবনে নিজেকে অভ্যস্ত করেছেন। গান্ধিজিও তাঁকে গ্রহণ করেছেন কন্যারূপে। একদিকে মহাত্মা গান্ধি এবং অন্যদিকে রবীন্দ্রনাথ, রলাঁ, অ্যান্ডরুজ ও মাডলিন– আন্তঃসম্পর্কের বহুস্তরীয় আলোয় দীপ্ত এক অনন্য গান্ধিজিকে আমরা পাই এই গ্রন্থে।
Others